ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের পরামর্শেই পিএসজিতে আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
নেইমারের পরামর্শেই পিএসজিতে আলভেজ নেইমারের পরামর্শেই পিএসজিতে আলভেজ-ছবি:সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইতে নেইমার আসতে ইচ্ছুক, এমনটি বেশ কয়েকদিন আগেই দানি আলভেজকে জানিয়েছিলেন খোদ নেইমার। আর পিএসজিতে আলভেজেরও আসার ব্যাপারে সাহায্য করেছিলেন নেইমারই।

এরপরই ঘটে ইতিহাস। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।

৩৪ বছর বয়সী আলভেজ জানান, নেইমারের পিএসজিতে আসার ব্যাপারটি জানতেন তিনি। আর স্বদেশী তারকার এখানে আসার ব্যাপারটি জেনেই সিরিয়া চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে তিনিও পিএসজিতে যোগ দেন।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ইতোমধ্যে মৌসুম শুরু হয়েছে। যেখানে অ্যামিনেসের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছে পিএসজি। আর ম্যাচ শেষে আলভেজ বলেন, ‘এখানে আসার জন্য সে (নেইমার) আমাকে পরামর্শ দিয়েছিলো। কারণ সেও এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। ’

তিনি আরও বলেন, ‘একজন ভালো বন্ধু সব সময় পাশে থাকাটা দারুণ। এটা একটা সম্মানের। আমি নিশ্চিত তাকে এখানে খুশি রাখতে আমরা সাহায্য করবো। সে এখানে আসার ব্যাপারে আমি কিছুই করিনি। নেইমার এখন অনেক বড় নাম। সে এখন আর ছোট কেউ না, যে বার্সেলোনায় তরুণ হিসেবে যোগ দিয়েছিলো। ’

আলভেজ আরও যোগ করেন, ‘হ্যা, বার্সেলোনায় আসার জন্য আমি নেইমারকে পরামর্শ দিয়েছিলাম। তবে প্যারিসে না। এখানে কার্যকরীভাবে আমি কিছুই করিনি। ’

এদিকে দলের প্রথম ম্যাচে শেষ পর্যন্ত অভিষেক হয়নি নেইমারের। এখন পর্যন্ত তিনি আন্তর্জাতিক ছাড়পত্র পাননি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।