ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কস্তাকে ফেরানোর দাবি চেলসি সমর্থকদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
কস্তাকে ফেরানোর দাবি চেলসি সমর্থকদের ছবি:সংগৃহীত

মাস তিনেক আগে মৌসুমের শেষ ম্যাচের আর্সেনালের কাছে হেরেছিলো চেলসি। এবার গানারদের বিপক্ষেই সেই ওয়েম্বলি স্টেডিয়ামেই ফের বিপর্যয়ে পড়লো ব্লুজরা। আর্সেন ওয়েঙ্গারের দলের কাছে কমিউনিটি শিল্ডের ম্যাচে টাইব্রেকারে হারলো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। 

তাই মৌসুমের প্রথম ম্যাচে হারের পরেই দিয়েগো কস্তাকে ফেরানোর দাবিতে সোচ্চার হলেন চেলসি সমর্থকরা। কমিউনিটি শিল্ডের ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ৪-১ ব্যবধানে চেলসিকে হারায় আর্সেনাল।

এদিকে আর্সেনালে যখন উৎসব চলছে, চেলসি শিবিরে তখন হারের ধাক্কায় বিধ্বস্ত । কোচ আন্তোনিও কোন্তে ক্ষুব্ধ ফুটবলারদের পারফরম্যান্সে। রেফারিং নিয়েও অসন্তুষ্ট তিনি। যদিও ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোন্তে বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি মনে রাখতে চাই, এফএ কাপের পর এই নিয়ে দু’টো ম্যাচ হারলাম। দু’টো ম্যাচেই দশ জনে খেলতে হয়েছে। ’ 

তবে মোরাতাদের টাইব্রেকারে ব্যর্থ হওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। কোন্তে বলেছেন, ‘প্রাক-মৌসুম প্রস্তুতিতে প্রচুর পরিশ্রম করেছি। ছ’দিন পরেই ইংলিশ প্রিমিয়ার লিগে আমাদের প্রথম ম্যাচ। তাই অন্য কিছু নিয়ে ভাবতে চাই না এই মুহূর্তে। ’

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।