ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোকে নিয়েই রিয়ালের সুপার কাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
রোনালদোকে নিয়েই রিয়ালের সুপার কাপ স্কোয়াড ছবি: সংগৃহীত

সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রাক মৌসুমের প্রস্তুতিতে দলের সঙ্গে না থাকলেও পর্তুগিজ আইকনকে রেখেই উয়েফা সুপার কাপের দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ।

মেসেডোনিয়ার ফিলিপ টু অ্যারেনায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীরা। মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় রিয়াল-ম্যানইউ হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

মাত্রই ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রোনালদো। সাম্প্রতিক সময়ে কর ফাঁকির অভিযোগে তার অন্য সবকিছু ছায়া হয়ে ছিল। নিজের অবস্থান তুলে আদালতেও যেতে হয়েছে। এখন পুরো মনোয়োগটা ফুটবলে দিতে চান চারবারের ব্যালন ডি’অর জয়ী।

পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপ খেলায় যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি) মিস করেন সিআর সেভেন। বাড়তি ছুটি উপভোগ শেষে এবার মাঠের লড়াইয়ে ব্যস্ততার সময়। শুরুতেই সুপার কাপের রোমাঞ্চ।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে চোখ রাখছেন কোচ জিনেদিন জিদান। রোনালদো ছাড়াও ২৪ সদস্যের স্কোয়াডে আছেন দলবদলের বাজারে আলোচিত নাম গ্যারেথ বেল। ওয়েলস তারকার প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জন চলছে। গত মৌসুমে ২৮ বছর বয়সী এ উইঙ্গারের ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। মোনাকো থেকে উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর প্রচেষ্টাও বেলের ক্লাব ছাড়ার গুজবে বাড়তি মাত্রা যোগ করেছে।

রিয়াল স্কোয়াড:
গোলরক্ষক: কেইলর নাভাস, কিকো কাসিলা ও লুকা জিদান (জিদানের ছেলে)।

ডিফেন্ডার: দানি কারভাজাল, জিসাস ভ্যালেজো, সার্জিও রামোস, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ, মার্সেলো, থিও হার্নান্দেজ ও আখরাফ হাকিমি।

মিডফিল্ডার: টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, মার্কোস লরেন্তে, মার্কো অ্যাসেনসিও, ইস্কো, মাতেও কোভাচিচ ও দানি কেবালস।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, লুকাস ভাজকুয়েজ ও বোর্জা মায়োরাল।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ৭ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।