ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হতাশায় মৌসুম শুরু চেলসি-লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
হতাশায় মৌসুম শুরু চেলসি-লিভারপুলের ছবি: সংগৃহীত

দুই লাল কার্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই হারের শিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠেই বার্নলির কাছে ৩-২ ব্যবধানের হেরে গেছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। শিরোপা প্রত্যাশী আরেক জায়ান্ট লিভারপুল ওয়াটফোর্ডে গিয়ে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ে পয়েন্ট খুঁইয়েছে।

অন্যদিকে, পূর্ণ পয়েন্ট নিয়ে ২০১৬-১৭ সিজন শুরু করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। স্বাগতিক ব্রাইটন এন্ড হোভ আলবিওনকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

গোলশূণ্য প্রথমার্ধের পর ৭০ মিনিটে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। পাঁচ মিনিট বাদে আত্মঘাতী গোলে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেন ডিফেন্ডার লুইস ডাঙ্ক।

চেলসির দুর্ভাগ্যই বলতে হবে। স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর ১৪ মিনিটে গ্যারি কাহিল ও ৮১ মিনিটে সেস ফ্যাব্রিগাসের লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় ব্লুজরা। বদলি হিসেবে নেমে প্রিমিয়ার লিগ অভিষেকে আলভারো মোরাতা গোল পেলেও দলের পরাজয়ে তা ম্লান হয়ে যায়। ৮৮ মিনিটে ডেভিড লুইজের গোলটি কেবল ব্যবধানটাই কমাতে পেরেছে। প্রথমার্ধেই যে তিন গোলে এগিয়ে যায় ভিজিটররা।

.ওয়াটফোর্ড-লিভারপুল ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হয় অল রেডসরা। প্রথমে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে লিড নেয় ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট ‍থাকতে হয়। গোল তিনটি করেন সাদিও মানে, রবার্তো ফিরমিনো (পেনাল্টি) ও মোহাম্মদ সালাহ।

এদিকে প্রিমিয়ার লিগে এভারটনে প্রত্যাবর্তনের ম্যাচে স্বপ্নের মতো শুরু পেয়েছেন ‍ওয়েইন রুনি। একমাত্র গোলে দলকে জয় উপহার দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাবে ফেরা এ ইংলিশ তারকা।

প্রসঙ্গত, এর আগে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে লিচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারায় আর্সেনাল। রোববার (১৩ আগস্ট) মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ওয়েস্টহাম। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় নিউক্যাসলকে মোকাবেলা করবে টটেনহাম।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।