ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-সুয়ারেজের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
মেসি-সুয়ারেজের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছবি: সংগৃহীত

শিরোপা জয় দিয়ে মৌসুম শুরু করতে বার্সেলোনার সামনে কঠিন চ্যালেঞ্জই অপক্ষো করছে। সেই লক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার লিগের প্রথম লেগে ৩-১ গোলে হারের হতাশা ভুলে সামনে তাকাচ্ছেন আক্রমণভাগের সঙ্গী মেসি-সুয়ারেজ। সোস্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসী বার্তা দিয়ে রেখেছেন দু’জন।

জোর দিয়ে বলছেন রোববারের (১৩ আগস্ট) ম্যাচটি অতীত এবং ফোকাসটা এখন সুপার কাপের জন্য ঘুরে দাঁড়ানোর দিকে।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে মেসি উল্লেখ করেন, ‘এটা একটা খারাপ দিন ছিল, কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং তা বহন করতে হবে। এটা তো মাত্র শুরু। ’

সুয়ারেজের কণ্ঠেও একই সুর। ইন্সটাগ্রামেই ভক্তদের সঙ্গে অনুভূতি শেয়ার করেছেন উরুগুইয়ান সেনসেশন, ‘সবসময় শক্তিশালী, পজিটিভ ও ইতিবাচক লক্ষ্যে দৃষ্টি রাখতে হবে। ’

বুধবার (১৬ আগস্ট) বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। নিষেধাজ্ঞার কারণে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নামতে হবে রিয়ালকে।  ৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।