ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অগ্রণীর জয়, বসুন্ধরা কিংসের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
অগ্রণীর জয়, বসুন্ধরা কিংসের ড্র ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। এই ম্যাচে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। তারা ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুলকে।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটে তোফায়েলের গোলে এগিয়ে যায় অগ্রণী ব্যাংক। ৩৬ মিনিটে হানিফের গোলে ব্যবধান দ্বিগুণ হয় অগ্রণী ব্যাংকের। ম্যাচের ৬১ মিনিটে ফকিরেরপুলের ডালিম গোল করে ব্যবধান কমান। তার গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে। হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এদিকে অপর ম্যাচে ২৯ মিনিটে ভিক্টোরিয়ার ফরহাদ গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু তার দল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৩২ মিনিটে বসুন্ধরা কিংসের কাঞ্চন গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত সমতা নিয়েই শেষ হয় এই ম্যাচ। এই ম্যাচের ২৬ মিনিটে ভিক্টোরিয়ার সম্রাট আহমেদ ও বসুন্ধরা কিংসের শাহজাহান সম্রাট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই ম্যাচ শেষে ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব। ৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব রয়েছে সপ্তম স্থানে। ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব রয়েছে পঞ্চম স্থানে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।