ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার আক্ষেপ হয়ে থাকলেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
বার্সার আক্ষেপ হয়ে থাকলেন কুতিনহো ছবি: সংগৃহীত

দলবদলের বাজারে ফিলিপ্পে কুতিনহোকে আনতে ব্যর্থ চেষ্টাই করেছে বার্সেলোনা। তিন তিনবার অফার দিয়েও কোনো কাজ হয়নি। বার্সার পক্ষ থেকে বলা হচ্ছে, স্প্যানিশ ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে কুতিনহোর জন্য ২০০ মিলিয়ন ইউরো চেয়েছে লিভারপুল।

এ কারণেই নাকি ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ন্যু ক্যাম্পে অানা সম্ভব হয়নি। কিন্তু, কাতালানদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে অল রেডসরা।

সে যাই হোক, আগামী জানুয়ারির আগ পর্যন্ত কুতিনহোর জন্য আগ বাড়াতে পারবে না বার্সা।

ডেম্বেলে, পাউলিনহো, দেউলোফেউ ও সেমেদোকে এনে সামার ট্রান্সফার উইন্ডো শেষ করলো স্প্যানিশ জায়ান্টরা। বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর থেকে কুতিনহো ও ডেম্বেলেকে পেতে উঠেপড়ে লাগে বার্সা শিবির।

অনেক দর কষাকষির পর উদীয়মান ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে আনতে সফল হলেও কুতিনহো ইস্যুতে হতাশাই সঙ্গী হয়েছে। লিভারপুল বারেবারে একই কথা বলে যায়, ‘কুতিনহো নট ফর সেল’। স্বয়ং দলের সেরা খেলোয়াড় ট্রান্সফারের অাবেদন করলেও সাড়া দেয়নি ক্লাব কর্তৃপক্ষ।

কুতিনহো-ডেম্বেলে ছাড়াও অ্যাঙ্গেল ডি মারিয়াকে আনতে প্রচেষ্টা চালিয়েছিল বার্সা। নেইমারকে ভাগিয়ে আনলেও ডি মারিয়াকে ছাড়েনি পিএসজি। এর আগে মার্কো ভেরাত্তির জন্যও বার্সার অফার নাকচ করেছিল তারা। পাওলো দিবালার প্রতি আগ্রহে জল ঢেলে দেয় জুভেন্টাস। আক্রমণভাগের নতুন অস্ত্র ডেম্বেলেকে নেইমারের ১১ নম্বর জার্সি দেওয়া হয়েছে।

কুতিনহোকে আনতে না পারায় মাঝমাঠের শক্তি বৃদ্ধিতে বার্সার পরিকল্পনা একটা ধাক্কাই খেল। সামার সাইনিং কুতিনহোরই ব্রাজিলিয়ান টিমমেট পাওলিনহো কতটা অবদান রাখতে পারেন সেটিই এখন দেখার বিষয়। আপাতত মৌসুমের মাঝামাঝি সময়ের দলবদল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

তবে কুতিনহোকে তখন তো আরও ছাড়বে না লিভারপুল। মৌসুম শেষ হলেই কেবল পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। লুইস সুয়ারেজের পথ ধরে কুতিনহো বার্সায় আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। যেটি এই মৌসুমেই হতে পারতো।

প্রসঙ্গত, ইউরোপের অন্য সব লিগে সামার ট্রান্সফার উইন্ডো শেষ হয় ৩১ আগস্ট। একদিন সময় বেশি থাকায় শুধু লা লিগা (স্প্যানিশ লিগ) দলগুলোই ১ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সাইনিং করতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।