ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডেথ গ্রুপে খেলতে থাইল্যান্ড যাচ্ছে টাইগ্রেসরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
ডেথ গ্রুপে খেলতে থাইল্যান্ড যাচ্ছে টাইগ্রেসরা ছবি: সংগৃহীত

গেল বছর সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ দল। চলতি মাসের ১০ থেকে ২৩ তারিখ থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মূলপর্বের খেলা। সেখানে অংশ নিতে আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

যথারীতি বাংলাদেশ দলের এই সফরেও পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

থাইল্যান্ডে যাওয়ার আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন ও অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও ফিফা কাউন্সিল ও বাফুফে এবং মহিলা ফুটবল কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) বাফুফে সদস্য ও বাংলাদেশ অ-১৬ মহিলা জাতীয় ফুটবল দলের টিম লিডার মো. আমিরুল ইসলাম বাবু, বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল সম্পর্কে মিস মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘গত এক বছর ধরে মেয়েরা নিবিড় প্রশিক্ষণ নিয়ে আসছে। ফিজিক্যালি, মেন্টালি, ফুড, চিকিৎসা, প্রস্তুতি ম্যাচ সবই করানো হয়েছে। দলকে এ পর্যন্ত নিয়ে আসার মূল কৃতিত্ব বাফুফে সভাপতি কাজী মো: সালাউদ্দিনের। টুর্নামেন্টে আমরা পড়েছি ডেথ গ্রুপে। প্রতিটি ম্যাচই জিতব, এটা বলার দুঃসাহস নেই। তবে মেয়েরা লড়াই করবে এবং ইতিবাচক খেলবে, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। সেরা তিন দলের মধ্যে থেকে কোয়ালিফাই করতে না পারলেও কোন দুঃখ থাকবে না। বরং এই দলটাকে আগামীতে আরও বেশি নার্সিং ও প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করব। ’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এই দলকে আমরা শুরু থেকেই নানাভাবে উৎসাহ দিয়ে এসেছি। বিভিন্ন দেশে তাদের প্রস্তুতি ম্যাচ খেলার ক্ষেত্রে পাশে থেকেছি। মূলপর্বেও আছি। অনূর্ধ্ব-১৬ মহিলা দল এরকম বড় মাপের একটি টুর্নামেন্ট খেলতে যাবে, বিষয়টা সত্যিই গর্বের। আজকের এই দিনটা সবার জন্য আনন্দের। এই আসরে মেয়েরা যদি কোয়ালিফাই করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে ওয়ালটন গ্রুপ এই দলের প্রত্যেক খেলোয়াড়কে উপহার দেবে। ফুটবলের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার সব সময় আছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। বাংলাদেশ দলের সবার সুস্বাস্থ্য কামনা করছি। তারা যাতে সবাই ভালো থাকে ও ভালো ফল নিয়ে আসে। বাংলাদেশ দলের জন্য ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা রইল। ’

অধিনায়ক কৃষ্ণা রানী সরকার বলেন, ‘গত এক বছর আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি। অনেকগুলো প্রীতি ম্যাচ খেলেছি। টুকটাক যেসব ভুল হয়েছে, সেগুলো কাটিয়ে ওঠতে কাজ করেছি। এই আসরে যেন দল ভাল খেলে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। প্রতিপক্ষ শক্তিশালী ঠিকই। তাদের বিপক্ষে খেলতে নামলে একটু ভয় করবে। কিন্তু ভয়কে অবশ্যই জয় করতে হবে। ’

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘গত বছর ঘরের মাঠে কোয়ালিফাই করেই আমরা কঠিন পরীক্ষায় পড়েছিলাম। তার ওপর ডেথগ্রুপ। গত এক বছরে আমাদের দলের উন্নতি সবচেয়ে বেশি হয়েছে ফিটনেসের ক্ষেত্রে। আগে মেয়েরা ১২ মিনিটে ২৭০০ মিটার দৌড়াতে পারতো। এখন তারা দৌড়াতে পারে ৩১০০-৩৫০০ মিটার। অথচ এর  আন্তর্জজাতিক স্ট্যান্ডার্ড মান হচ্ছে ৩০০০+ মিটার। গোলকিপিং পজিশন নিয়ে আগে কিছুটা দুর্বলতা থাকলেও এখন তার উত্তরণ হয়েছে অনেক। মূলপর্বে খেলতে যাওয়ার কারণে অন্য দেশগুলো আমাদের সম্পর্কে জেনেছে। খেলায় হার-জিত থাকবেই। তবে আমরা কম্পিটিটিভ ফুটবলই খেলবো। চেষ্টা করবো সমানতালে খেলার। মোটকথা, সবকিছু উজাড় করেই খেলবো। ম্যাচ বাই ম্যাচ প্রতিপক্ষ দলের শক্তিমত্তা বুঝেই ফমের্শন সাজাবো। ’

থাইল্যান্ডে বাংলাদেশের গ্রুপে (বি) রয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার-আপ জাপান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। কোরিয়া ও জাপান চ্যাম্পিয়ন ও রানার-আপ হিসেবে এই টুর্নামেন্টে সরাসরি খেলছে। অন্যদিকে বাংলাদেশের মতো বাছাইপর্ব পেরিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ যেমন ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে এসেছে। তেমনি অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। বাছাইপর্বে ৫ ম্যাচে অস্ট্রেলিয়া গোল করেছিল ৬৫টি। আর গোল হজম করেছিল ১টি। অন্যদিকে বাছাইপর্বে ৫ ম্যাচে বাংলাদেশ গোল করেছিল ১৬টি। গোল হজম করেছিল ২টি।

১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা উঠলেও পরদিন মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ১৪ সেপ্টেম্বর রানার-আপ জাপানের মুখোমুখি হবে। ১৭ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন, রানার-আপ ও তৃতীয় স্থান অধিকারী দল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পাবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।