ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেরা ১০ গোলের তালিকা প্রকাশ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
সেরা ১০ গোলের তালিকা প্রকাশ (ভিডিও) সেরা ১০ গোলের তালিকা প্রকাশ (ভিডিও)-ছবি:সংগৃহীত

বর্ষসেরা পুরস্কারের জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা একের পর এক তালিকা প্রকাশ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার সেরা গোলের পুরস্কার ‘পুসকাস’র তালিকায় দেওয়া হলো। যেখানে ১০টি সেরা গোল মনোনয়ন পেয়েছে। তবে এই তালিকায় নেই বর্ষসেরা তিন ফুটবলারের তালিকায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি বা নেইমার।

তালিকায় থাকা মৌসুমের সেরা গোলের জন্য বাছাইকৃতর ১০টি গোলই অসাধারণ। যেখানে কিছু নামি ফুটবলার থেকে আছেন অচেনারাও।

এ তালিকায় সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাস স্ট্রাইকার মানজুকিচের ওভারহেড গোল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে স্করপিয়ন কিকে অলিভার জিরুদের গোলটিও তালিকায় স্থান পেয়েছে। ঘানার ফুটবলার কেভিন প্রিন্স বোয়াটেং তালিকায় এসেছেন। এফএ কাপ সেমিফাইনালে টটেনহামকে হারিয়ে দেওয়া বুলেট-গতির গোল দিয়ে শীর্ষ দশে আছেন নেমানিয়া ম্যাটিচও।

তালিকার একমাত্র নারী ফুটবলার ভেনেজুয়েলার ডেয়না কাস্তেয়ানোস। অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে কিক-অফ থেকে সরাসরি গোল করে সে। সেটিই মনোনীত হয়েছে পুসকাস পুরস্কারের জন্য।

হেনরিক লারসেন, পেদ্রাগ মিয়াতোভিচ ও অ্যালেন শিয়ারারের মতো কিংবদন্তিদের নিয়ে গঠিত এবারের বিচারক প্যানেল। এই তালিকা থেকে বাছাই করা হবে সেরা তিন, যা থেকে বাছাই করা সেরা গোলের পুরস্কার দেওয়া হবে আগামী ২৩ অক্টোবর।  

লন্ডনে একই অনুষ্ঠানে ফিফা দ্য বেস্ট পুরস্কারও দেওয়া হবে। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দর্শকরাও ভোট করতে পারবেন।

২০০৯ সালে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার চালু করেছিলেন পুসকাস পুরস্কার। হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামে মৌসুমের সেরা গোলকে পুরস্কৃত করে ফিফা। সাধারণত পাঁচজন সাবেক ফুটবলার নিয়ে তৈরি বিচারক প্যানেল নির্বাচন করে মৌসুমের সেরা গোল।

**তালিকায় থাকা সেরা ১০ গোলের ভিডিও...
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।