ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে রোনালদো ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেশ ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। মেসির যেখানে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল, সেখানে রোনালদোর মাত্র ৩! গোলের দেখা পাননি লা লিগার শেষ দুই ম্যাচে। তবে এই ব্যর্থতা থেকে মুক্তি পেতে চ্যাম্পিয়নস লিগকে বেছে নিতে পারেন সিআর সেভেন।

মাঠে আবারও গড়াচ্ছে ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ। যেখানে গ্রুপ ‘এইচ’ থেকে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ড।

মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে বুরুশিয়ার মাঠে আতিথিয়েতা নিতে যাবে জিদান শিষ্যরা।

গোলখরায় ভোগা রোনালদোর এ ম্যাচে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। কেননা নিজেদের প্রথম ম্যাচে অ্যাপোয়েলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন পর্তুগাল অধিনায়ক। এর পর অবশ্য স্প্যানিশ লিগে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। তবে ফিরেও পাননি গোলের দেখা।

রিয়াল প্রথম ম্যাচে অ্যাপোয়েলকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। তবে জার্মান জায়ান্ট বুরুশিয়া টটেনহ্যামের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলে হারে।

‌একই গ্রুপে টটেনহ্যাম একই সময় অ্যাপোয়েলের মাঠে খেলতে যাবে।  

এদিকে মঙ্গলবার জায়ান্ট দলগুলোর মধ্যে আরও মাঠে নামছে, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো দল। এফ গ্রুপের শীর্ষে থাকা সিটি আতিথিয়েতা দেবে শাখতার দোনেস্ককে। আর ‘ই’ গ্রুপে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল স্পার্টাক মস্কোর মাঠে খেলতে যাবে। সবগুলো ম্যাচই রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।