ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার হয়ে সেরা‍টা দেননি মেসি-মাশ্চেরানো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আর্জেন্টিনার হয়ে সেরা‍টা দেননি মেসি-মাশ্চেরানো! মাশ্চেরানো, মেসি ও ডি মারিয়া / ছবি: সংগৃহীত

প্রতিটি বিশ্বকাপেই তারকাসমৃদ্ধ দল নিয়ে অংশ নেয় আর্জেন্টিনা। গতবার (২০১৪) শিরোপার এতো কাছে গিয়েও হতাশায় পুড়তে হয়েছে লিওনেল মেসিদের। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ৮৬’র চূড়ান্ত সাফল্যই সবশেষ বড় অর্জন। মেসির সামণে পূর্বসূরীর পাশে নাম লেখানোর ‘শেষ সুযোগ’ আগামী বছরের রাশিয়া ওয়ার্ল্ডকাপ।

কিন্তু, একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েও কেন শিরোপা জিততে ব্যর্থ হচ্ছে আর্জেন্টিনা? ব্রাজিল বিশ্বকাপের পর টানা দু’টি কোপা আমেরিকার ফাইনালে উঠেও তীরে এসে তরী ডোবায় আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার ব্যর্থতার কারণ বলেছেন সাবেক বার্সেলোনা অাইকন জাভি হার্নান্দেজ এবং তার সাবেক সতীর্থদের জাতীয় দলের হয়ে খেলায় অসুখী হওয়ার দিকটি তুলে ধরেছেন।

বর্তমানে কাতারের অাল সাদ ক্লাবে খেলছেন স্প্যানিশ কিংবদন্তি। ২০১৫ সালে দীর্ঘ ১৭ বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন ২০১০ বিশ্বকাপ জয়ী। এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী জাভি বলেন, ‘শিরোপা জেতার জন্য আর্জেন্টিনার ভাগ্য সহায় ছিল না। গুরুত্বপূর্ণ ট্রফি অর্জনের জন্য তাদের আরও একতাবদ্ধ হতে হবে। যখন আমি বার্সেলোনায় ছিলাম, আমার মধ্যে একটা অনুভূতি হয়েছে যে মেসি ও মাশ্চেরানো ন্যাশনাল টিমের হয়ে খেলাটা উপভোগ করতো না। ’

বর্তমানে আর্জেন্টিনার সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাদের অবস্থান প্লে-অফ পজিশনে (পঞ্চম)। বাছাইপর্বের আর মাত্র দু’টি ম্যাচ বাকি। শীর্ষ চারে থাকতে না পারলে সরাসরি রাশিয়া ওয়ার্ল্ডকাপের টিকিট পাওয়া হবে না। পঞ্চম স্থানধারীদের প্লে-অফের বাধা অতিক্রম করতে হবে।

যাই হোক, আর্জেন্টিনাকে নিয়ে ইতিবাচক জাভি, ‘আমি মেসিকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই পারি না। দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব ইউরোপিয়ান টুর্নামেন্টের মতো। আমি নিশ্চিত তারা উত্তীর্ণ হবে এবং শিরোপা জেতার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। মেসির পাশে রয়েছে দুর্দান্ত সব টিমমেট। মাশ্চেরানো তাকে খুব ভালো করেই জানে এবং এভার বানেগা (সেভিয়া) এমন একজন খেলোয়াড় যাকে আমি পছন্দ করি। ’

আর্জেন্টিনা ধারাবাহিক সমলোচনার শিকার হচ্ছে বলেও নিজের অভিমত ব্যক্ত করেন জাভি, ‘আর্জেন্টিনায় যেসব খেলোয়াড় জাতীয় দলে যায় তাদের মূল্যায়ন করা হয় না। বাছাইপর্বটা ভয়ঙ্কর। তাদেরকে নিয়ে সমালোচনা করাটা আমার বোধগম্য নয়। ’

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।