ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে একমাস মাঠের বাইরে বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
ইনজুরিতে একমাস মাঠের বাইরে বেল ইনজুরিতে একমাস মাঠের বাইরে বেল-ছবি:সংগৃহীত

গুরুতর ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জর্জিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ওয়েলস স্ট্রাইকার গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের এ তারকার চোটের অবস্থা খারাপ হওয়ায় তাকে প্রায় একমাস মাঠের বাইরে থাকতে হবে।

গ্রুপ ডি’তে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েলস। প্লে–অফ খেলতে হলে শুক্রবার জর্জিয়া এবং সোমবার আয়ারল্যান্ড ম্যাচ জিততে হবে ওয়েলসকে।

ওয়েলস শিবিরে বড় ধাক্কা এই দুটো ম্যাচেই খেলতে পারবেন না বেল। জাতীয় দলের অনুশীলনে উপস্থিত ছিলেন বেল। কিন্তু বল পায়ে দেখা যায়নি তাকে। হালকা স্ট্রেচিং করে উঠে যান।  

পরে এক্সরে রিপোর্টে জানা যায়, চোটের অবস্থা বেশ গুরুতর। রিয়াল কোচ জিদানও চিন্তিত বেলের চোট নিয়ে। যে কারণে গত রবিবার এস্পানিয়ল ম্যাচে ওয়েলস তারকাকে খেলাননি তিনি।

১৯৫৮ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল ওয়েলস। ৬০ বছর পর আবার বিশ্বকাপে যাওয়ার হাতছানি তাদের সামনে। কিন্তু বেলের চোটটাই না শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।