ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই নাইজেরিয়ান জেতালো মোহামেডানকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
দুই নাইজেরিয়ান জেতালো মোহামেডানকে ছবি: সংগৃহীত

আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে দেশের অন্যতম জায়ান্ট দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দুই ড্রয়ের পর প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো মোহামেডান। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল।

খেলার ২০তম মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু মোহামেডানকে লিড পাইয়ে দেন।

তার দারুণ গোলে ১-০ তে এগিয়ে যায় মোহামেডান। বিরতির আগে এই একটি গোলের দেখা পাওয়া যায়।

বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। আবারো গোলদাতা নাইজেরিয়ান ফরোয়ার্ড ইলিয়াসু (২-০)। খেলার ৮৪তম মিনিটে ব্যবধান কমায় আরামবাগ। দলের হয়ে গোলটি করেন শাহরীয়ার বাপ্পী (২-১)।  

ম্যাচের যোগ করা সময়ে আরামবাগের জালে বল জড়ান নাইজেরিয়ার আরেক ফরোয়ার্ড কিংসলে (৩-১)। ফলে এই স্কোরেই পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা।

৯ ম্যাচে তৃতীয় জয় পাওয়া মোহামেডানের পয়েন্ট ১১। অপরদিকে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া আরামবাগের পয়েন্ট ৭।

বুধবার প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ ড্র করে সাইফ স্পোর্টিং। ৯ ম্যাচে সাইফ ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। অপরদিকে শেখ রাসেলের পয়েন্ট ১২।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ৪ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।