ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাশিয়ায় বিশ্বকাপের স্টেডিয়ামে অগ্নিকাণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
রাশিয়ায় বিশ্বকাপের স্টেডিয়ামে অগ্নিকাণ্ড ছবি: সংগৃহীত

পরের বছর রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বের সব থেকে জমজমাট এই আসরের আগে দেশটির একটি নির্মানাধীন স্টেডিয়ামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রাশিয়ার নিজহনি নোভগোরোদ স্টেডিয়ামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০১৮ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি ও কাজান সহ ১১টি শহরের ১২টি স্থানে হতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব৷

প্রথমে ৪৫ হাজার আসন বিশিষ্ট এই নিজহনি নোভগোরোদ স্টেডিয়ামে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। কিছু বুঝে ওঠার আগে স্থানীয় সময় দুপুরে সেটি বাড়তে থাকে। স্টেডিয়ামের বাইরে থাকা মানুষ পরে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে দ্রুতই দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

রাশিয়ান গণমাধ্যমগুলো স্টেডিয়ামে আগুন লাগার ঘটনা বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা জানায়, বর্তমানে স্টেডিয়ামটিতে মেরামতির কাজ চলছিল। কাজের কোনো এক ফাঁকে স্টেডিয়ামে আগুন লেগে যায়। তবে, ঠিক কি কারণে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি মেরামতের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি। তবে, তারা জানিয়েছে আগুন লাগার ঘটনায় কাজের কোনো ক্ষতি হয়নি কিংবা এটি কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। সঠিক সময়েই শেষ হবে স্টেডিয়ামের মেরামতির কাজ।

রাশিয়ায় বিশ্বকাপের স্টেডিয়ামে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের জুনে দক্ষিণ রাশিয়ায় শহর ভ্লোগার্দের স্টেডিয়ামে আগুন লেগেছিল। আগস্টে সামারার স্টেডিয়ামে আগুন লেগেছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।