ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টাইন কোচরাই মেসির দেয়াল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
আর্জেন্টাইন কোচরাই মেসির দেয়াল! মেসি আর ইকুয়েডরের কোচ

আর্জেন্টিনার ২০১৮ রাশিয়া বিশ্বকাপ মূলপর্বে খেলা এখন অনেকটাই কঠিন। ভোর সাড়ে পাঁচটায় বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে। বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই মেসি বাহিনীর। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

বাঁচা-মরার এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে মেসির আর্জেন্টিনা। সরাসরি বিশ্বকাপে যেতে চার নম্বরে থাকতে হবে।

আর পাঁচে থাকতে পারলে উতরে যেতে হবে প্লে-অফের ম্যাচ।

গত ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে টেনে তুলেছিলেন মেসি। জার্মানির কাছে শিরোপা হারাতে হয়েছিল আর্জেন্টাইনদের। এরপর কোপা আমেরিকার ফাইনালেও উঠেছিল মেসি বাহিনী। স্বাগতিক চিলির কাছে সেবার হেরে রানার্সআপ হতে হয় ম্যারাডোনার উত্তরসূরিদের। কোপা আমেরিকার শতবর্ষী আসরেও ফাইনালে ওঠেছিল মেসির দল। সেবারও সেই চিলির বিপক্ষে হেরে হতাশ হতে হয় মেসিকে। আগেরবার চিলির কোচ ছিলেন আর্জেন্টাইন জর্জ সাম্পাওলি। পরের বার সেই চিলির কোচ ছিলেন হুয়ান অ্যান্তোনিও পিজ্জি। তিনিও কিন্তু আর্জেন্টাইন কোচ, খেলেছেন স্পেনের জাতীয় দলে।

হতাশা থেকে মেসি জাতীয় দলকে বিদায় জানান। পরে জাতীয় দলের দায়িত্ব নেওয়া সে সময়কার আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা মেসিকে অনেক বুঝিয়ে আবারো জাতীয় দলে ফেরান। বাউজার পর আর্জেন্টিনার হাল ধরার চেষ্টা করেই চলেছেন আরেক আর্জেন্টাইন কোচ সাম্পাওলি।

এবার জিততে না পারলে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যেতে পারে আর্জেন্টিনার। যাদের বিপক্ষে মাঠে নামবেন মেসি, তারাও এক আর্জেন্টাইন কোচের ছাত্র। ইকুয়েডরের কোচ হিসেবে মেসির প্রতিপক্ষ হয়ে ডাগআউটে থাকছেন ৫৩ বছর বয়সী জর্জ সেলিকো।

সেলিকোকে নিয়োগ দেওয়ার পর ইকুয়েডর খেলেছে একটি ম্যাচেই। তার প্রথম অ্যাসাইনমেন্টে চিলির কাছে ২-১ গোলে হেরেছে ইকুয়েডর। সেখান থেকেই বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে দেশটির। বাকি শুধু এখন মেসির আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি। সেলিকোর সামনে তাই নিজ দেশের স্বপ্ন বেঁচে থাকার ম্যাচ কিংবা নিজের দলের কিছু অর্জনের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।