ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সরাসরি বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
সরাসরি বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল ছবি: সংগৃহীত

শক্তিশালী সুইজারল্যান্ডকে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নিজেদের মাঠ লিসবনে সুইসদের ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে পর্তুগিজরা।

‘বি’ গ্রুপে সুইজারল্যান্ডকে হারানোর পর রোনালদো বাহিনীর পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২৭। ইউরো চ্যাম্পিয়নদের রাশিয়ার টিকিট নিশ্চিতে আর কোনো বাধা থাকলো না।


 
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি জোরালো আক্রমণেও গোলের দেখা পায়নি পর্তুগাল। বিরতির আগে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া রোনালদো দেশটিকে ম্যাচের ৫৭তম মিনিটে আরও এগিয়ে নেন আন্দ্রে সিলভা। বেনার্দো সিলভার অ্যাসিস্ট থেকে গোল করেন এসি মিলানের এই ফরোয়ার্ড।
 
পর্তুগালের বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে ওঠার সুযোগ পেত সুইসরা। নিজেদের প্রথম ৯ ম্যাচের নয়টিতেই জেতা দলটি বাছাইপর্বে পর্তুগালকে হারিয়েছিল। পর্তুগালের সমান ২৭ পয়েন্ট পাওয়া দলটি গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ রানার্সআপ হয়। প্লে-অফ উতরে রাশিয়ার টিকিট কাটতে হবে সুইসদের।
 
টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে ওঠলো লুইস ফিগো, ইউসেবিওর উত্তরসূরিরা। এনিয়ে সপ্তমবারের মতো বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে পর্তুগিজরা।
 
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
এমআরপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।