ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্বপ্নের রাশিয়া বিশ্বকাপ শেষে অবসরে মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
স্বপ্নের রাশিয়া বিশ্বকাপ শেষে অবসরে মাশ্চেরানো ছবি: সংগৃহীত

আগামী বছরের রাশিয়া বিশ্বকাপে হাভিয়ের মাশ্চেরানোর বয়স হবে ৩৪। আর্জেন্টিনার জার্সিতে এটিই হবে তার শেষ টুর্নামেন্ট। ওয়ার্ল্ডকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এ ডিফেন্সিভ মিডফিল্ডার। শুধু তাই নয়, ২০১৭-১৮ মৌসুম শেষে বার্সেলোনাকেও বিদায় বলে দিতে পারেন।

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে (৩-১) লিওনেল মেসির হ্যাটট্রিকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের আক্ষেপ ঘোঁচাতে চোখ রাখছে আলবিসেলেস্তেরা।

টানা তিনটি ফাইনালে (দু’টি কোপা আমেরিকা) উঠেও শিরোপা স্বাদ পায়নি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বয়স আর ফর্ম বিবেচনায় মেসি-মাশ্চেরানোদের সামনে এটিই ‘শেষ সুযোগ’।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন মাশ্চেরানো। সবচেয়ে বেশি ম্যাচ খেলা হাভিয়ের জানেত্তির চেয়ে চার ধাপ দূরে। ১২২ ম্যাচ খেলেছেন মেসি।

এক সাক্ষাৎকারে মাশ্চেরানো বলেন, ‘ন্যাশনাল টিমের হয়ে আমার পথচলা রাশিয়ায় শেষ হবে। আমি পরিষ্কার করে বলতে চাই এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ’

কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে জর্জ সাম্পাওলির শিষ্যরা। ডিফেন্স ও মিডফিল্ড পজিশনে খেলা মাশ্চেরানো বাছাইপর্বে সংগ্রাম করলেও ২০১৮ ওয়ার্ল্ডকাপে নিজের সেরা ফর্ম নিয়ে দলের সঙ্গে থাকার ব্যাপারে আশাবাদী।

কিন্তু সিদ্ধান্তটা কোচ জর্জ সাম্পাওলির, ‘সিদ্ধান্ত নেবেন কোচ এবং তিনিই জানেন আমি রাশিয়ায় থাকবো কি থাকবো না। আমি এই ছয় বা সাত মাসে নিজেকে তৈরি করতে চেষ্টা করবো। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাম্পাওলি। কোচ যে সিদ্ধান্ত নেবেন তাতে আমার অনেক সম্মান থাকবে। ’

আন্তর্জাতিক ক্যারিয়ারে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। ক্লাব ফুটবলেও বার্সা অধ্যায়ের ইতি টানার বিবেচনা করছেন মাশ্চেরানো। লিভারপুল ছাড়ার পর ন্যু ক্যাম্পে তার অষ্টম সিজন চলছে।

এ ব্যাপারে মাশ্চেরানোর ভাষ্য, ‘ক্লাবের সঙ্গে আমার এখনো চুক্তি রয়েছে। কিন্তু এটা পরিষ্কার যে এ সিজন শেষে আমি কী করবো সেদিকে দৃষ্টি থাকবে। এখনো কাউকে কিছু বলিনি। বার্সা সবসময়ই দেখিয়ে আসছে তারা আমাকে নিয়ে খুশি। একটা সময় আসবে যখন চিন্তা করতে হবে। ’

‘ক্লাবে এখন আগের চেয়ে কম খেলছি কারণ আরও দু’জন সেন্টারব্যাক আছে যারা ভালো করছে। আমি নিজের জায়গার জন্য লড়বো। সবকিছুর উপর যখনই ডাক পাব তৈরি থাকতে হবে। ’

মাশ্চেরানো আরও বলেন, ‘রাশিয়ায় ন্যাশনাল টিমের হয়ে আমার ক্যারিয়ার শেষ হবে এবং এরপর আর সামনে যেতে চাই না। ২০১৪ বিশ্বকাপে আমরা যে পারফরম্যান্স করেছি তার পুনরাবৃত্তি করতে আমি আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।