ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শর্তসাপেক্ষে এক ম্যাচই নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
শর্তসাপেক্ষে এক ম্যাচই নিষিদ্ধ নেইমার ছবি: সংগৃহীত

বাড়তি ম্যাচ নিষেধাজ্ঞার আওতায় পড়তে হয়নি নেইমারকে। প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা মেরে লাল কার্ড দেখার জেরে পরবর্তী ম্যাচটাই মিস করবেন। তবে অতিরিক্ত নিষেধাজ্ঞা স্থগিত রাখা হলেও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। লিগ সিজন শেষের আগে একই অপরাধ করলে আরও এক ম্যাচের সাসপেনশন আরোপ করা হবে।

গত সোমবার (২৩ অক্টোবর) মার্শেইয়ের মাঠে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষদিকে তিন মিনিটের মধ্যে (৮৫ ও ৮৭) দু’টি হলুদ কার্ড দেখেন নেইমার। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর প্রথম লাল কার্ড দেখলেন তিনি।

প্রথম ট্যাকলের করার মাটিতে পড়ে গেলেও বলের দখল রেখে সামনে এগিয়ে যেতেই পেছন থেকে আরেকজন ইচ্ছাকৃত নেইমারের পায়ে ট্যাকল করেন।   উঠে দাঁড়িয়ে মেজাজ ধরে রাখতে পারেননি নেইমার। মার্শেইয়ের আর্জেন্টাইন উইঙ্গার লুকাস ওকাম্পোসকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন।

রেফারির হস্তক্ষেপে লুকাসের সঙ্গে হাত মেলালেও দ্বিতীয় হলুদ কার্ড দেখে রেহাই মেলেনি। মিনিট কয়েক আগের রেশ থেকেই এটির সূত্রপাত! সতীর্থের ট্যাকলে প্রতিপক্ষের একজন মাটিতে পড়ে যাওয়ার পর বুট দিয়ে তার পায়ে পাড়া দিয়ে বসেন নেইমার। দু’দলের মধ্যে উত্তেজনার শুরু তখন থেকেই।

শুক্রবার (২৭ অক্টোবর) প্যারিসে নিসকে আতিথ্য দেবে নেইমারবিহীন পিএসজি। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।