ছবি:সংগৃহীত
২০১৮ রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি শক্তিশালী ইতালি। ফুটবল বিশ্বে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এরই মাঝে বরখাস্ত করা হলো দেশটির কোচের দায়িত্বে থাকা জামপিয়েরো ভেনতুরাকে।
বুধবার ভেনতুরাকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইতালির ফুটবল ফেডারেশন।
ইউরোপ অঞ্চল থেকে সরাসর সুযোগ না পাওয়ায় ইতালিকে বাছাইপর্বের প্লে-অফ খেলতে হয় সুইডেনের সঙ্গে।
তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করায় বিশ্বকাপ খেলার যোগ্যতা হারায় আজ্জুরিরা। এর আগে প্রথম লেগে সুইডেনের মাঠে ১-০ গোলে হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সর্বশেষ ১৯৫৮ সালে বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি। এছাড়া নিজেদের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলছে না তারা। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে খেলেনি ইতালি।
ইতালির পরবর্তী কোচ হতে পারেন কার্লো আনচেলত্তি। তিনি এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি ও মিলানের মতো বড় ক্লাবের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।