ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফের ম্যানইউর জার্সিতে ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ফের ম্যানইউর জার্সিতে ইব্রা ছবি:সংগৃহীত

জ্লাতান ইব্রাহিমোভিচকে কি আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে? জায়ান্ট দলটির সমর্থকরা সেই আশা করতেই পারেন। তবে তিনি নাকি নিউক্যাসলের বিপক্ষে ফিরছেন, এমনই ইঙ্গিত দিয়েছেন ম্যান ইউনাইটেডের কোচ হোসে মরিনহো।

শনিবারের ম্যাচের আগে মরিনহো জানান, পল পগবা ও ইব্রাহিমোভিচ, দু’জনেই শনিবারের ম্যাচে খেলতে পারেন। দু’জনেই ফিট হয়ে গেছেন।

মরিনহো বলেন, ‘যে সব ফুটবলাররা এখানে থেকে ফিট হওয়ার জন্য ট্রেনিং করছিল, তারা ফিট হয়ে গিয়েছে। এমনকী যারা বড় চোট পেয়েছিল, তারাও খেলার মতো অবস্থায় চলে এসেছে। ’

কারা ফিট হয়েছেন নাম জানতে চাইলে মরিনহো বলেন, ‘পগবা, ইব্রাহিমোভিচ ও মার্কোস রোহো। ’

গত ইউরোপা লিগে খেলার সময় হাঁটুতে চোট পান ইব্রা। তার অস্ত্রোপচারও হয়। মরিনহো অবশ্য বেশি জোর দিচ্ছেন পগবার সুস্থতা নিয়ে। ম্যানইউ কোচ বলেন, ‘পোগবার চোট পাওয়ার আগের ম্যানচেস্টার আর চোট পাওয়ার পরের ম্যানস্টারকে দেখুন। তা হলেই বুঝতে পারবেন, ও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ’

ইব্রাকে নিয়ে কোচ বলেন, ‘ইব্রা এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ও পুরো নব্বই মিনিট খেলতে পারবে বা পর পর দু’টো ম্যাচ খেলতে পারবে। যেটা ও পুরো ক্যারিয়ার ধরে করে এসেছে। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।