ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাজে দলের বিপক্ষেও আর্সেনালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বাজে দলের বিপক্ষেও আর্সেনালের হার ছবি:সংগৃহীত

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চারে থাকতে না পারায় চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হয় আর্সেনাল। ফলে জায়ান্ট দলটিকে এবার ইউরোপিয়ান দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে খেলতে হচ্ছে। তবে এই লিগেও বাজে দলের বিপক্ষে হার দেখলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

‘এইচ’ গ্রুপে এফসি ক্লোনের মুখোমুখি হয়েছিলো আর্সেনাল। কিন্তু ম্যাচে ১-০ গোলে হেরে যায় গানাররা।

যদিও এর আগেই আসরটির নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি। তবে এমন হার তাদের সামর্থ নিয়ে প্রশ্ন তুললো।

এই গ্রুপে আর্সেনাল পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে দ্বিতীয় পর্বে পা রেখেছে। তবে ক্লোনের জয়ে জার্মান ক্লাবটির আশা এখনও টিকে রইল। অথচ জার্মান বুন্দেসলিগায় এখন পর্যন্ত কোনো জয় না পাওয়া ক্লোন ১৮ দলের মধ্যে সবার শেষে রয়েছে।

এদিন ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে ক্লোনের জয় নিশ্চিত করেন শেহরু গুইরাসি।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।