ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘুষ নেওয়ার অভিযোগে ফিফার তিন কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ঘুষ নেওয়ার অভিযোগে ফিফার তিন কর্মকর্তা ছবি:সংগৃহীত

গত কয়েক বছর ধরেই ফিফায় ঘুষ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে। এতে শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে নিচের সারির ব্যক্তিরাও অভিযুক্ত হয়েছেন। সর্বশেষ আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলো ঘুষ নেয়ার।

নতুন প্রতিযোগিতার স্বত্বের জন্য দক্ষিণ আমেরিকার তিন শীর্ষ ফুটবল কর্মকর্তাকে ঘুষ দেওয়ার ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যবসায়ী। নিউ ইয়র্কের এক আদালতে এ ব্যাপারটি স্বীকারও করেছেন ফাবিও তর্ডিন নামের ওই ব্যবসায়ী।

শুনানিতে তিনি জানিয়েছেন, ‘উরুগুয়ের এক বিখ্যাত ফার্ম-হাউসে কনকাকাফ জোনের তিন কর্তা প্রায় পাঁচ লক্ষ ডলার ঘুষ নিয়েছিলেন। ফুল প্লে নামের এক আর্জেন্টাইন ক্রীড়া সংস্থা এই অর্থ দিয়েছিল। ’ 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে গত কয়েক বছর ধরেই। যেখানে দুর্নীতির অভিযোগে বহিষ্কার হয়েছিলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার, উয়েফা প্রধান মিশেল প্লাতিনিসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।