শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামকে আতিথিয়েতা জানায় সিটি। দলের হয়ে অন্য গোল দুটি করেন এলকে গানদোগান ও কেভিন ডি ব্রুইন।
এদিন ম্যাচের ১৪ মিনিটে জার্মান স্বদেশি লেরয় সেনের পাসে সিটির লিড এনে দেন গানদোগান। আক্রমণে থাকা দলটি অবশ্য বিরতির আগে আর কোনো গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের ব্যবধানে দ্বিগুণ করতে আরও ২৫ মিনিট সময় লাগে। ৭০ মিনিটে বেলজিয়াম তারকা ডি ব্রুইন গোলটি করেন। এর দশ মিনিট পরে ইংল্যান্ড স্ট্রাইকার স্টারলিং দলের তৃতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। কিন্তু ৯০ মিনিটে প্রতিপক্ষে কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
অতিরিক্ত সময়ে সফরকারীদের হয়ে একটি সান্তনাসূচক গোল করেন ক্রিস্টিয়ান এরিকসন।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আকড়ে রাখলো সিটি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস