বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে মেসির হ্যাটট্রিকে চূড়ান্ত পর্বের টিকিট পায় আর্জেন্টিনা। কোয়ালিফাইংয়ে চড়াই-উতরাই পেরিয়ে আসা গতবারের রানার্সআপদের রাশিয়া বিশ্বকাপে শক্ত ফেভারিট ভাবা হচ্ছে না।
যাই হোক, সাবেক আর্জেন্টাইন সুপারস্টারের চোখে, আর্জেন্টিনাও শিরোপার যোগ্য দাবিদার হবে যদি মেসি পারফর্ম করে। গ্রুপ পর্বের তিন প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
এক সাক্ষাৎকারে কিংবদন্তি এই মিডফিল্ডার বলেন, ‘আমরা আশা রাখি আমরা ভালো করবো। এই খেলোয়াড়রা ভালো করছে এবং সর্বোপরি মেসি। যদি মেসি ভালো থাকে তবে কোনো কিছুই জটিল নয়। ’
‘আমি সাম্পাওলিকে (কোচ) চিনি না। এটা গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। আমরা উদযাপন করতে চাই এবং যখন এখানে মেসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকে, আপনি তাদের ওপর অনেক বেশি নির্ভর করতে পারেন। ’-যোগ করেন রিকুয়েলমে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৭
এমআরএম