ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফার কাছে বার্সার বিরুদ্ধে অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ফিফার কাছে বার্সার বিরুদ্ধে অভিযোগ অ্যান্তোনিও গ্রিজম্যান-ছবি:সংগৃহীত

আর ক’দিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর মহারণে নামবে বার্সেলোনা। তবে তার আগেই ঝামেলায় জড়িয়ে গেল ক্লাবটি। অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান ইস্যুতে ফিফার কাছে বার্সার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা।

জানা যায় গ্রিজম্যানকে পাওয়ার জন্য বার্সার প্রতিনিধিরা অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলারের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে নাকি যোগাযোগ করেছিলেন। এ কথা জানার পরে ক্লাবটির পক্ষ থেকে ফিফায় চিঠি দিয়ে কাতালানদের নামে অভিযোগ করা হয়।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘অ্যাতলেটিকো মাদ্রিদের কাছ থেকে আমরা বার্সার বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি। ’

ইতিমধ্যেই ২০২২ পর্যন্ত অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তি করেছেন গ্রিজম্যান। ক্লাবের অভিযোগ, এই অবস্থায় গ্রিজম্যানের সঙ্গে যোগাযোগ করাটা রীতিমতো অবৈধ কাজ।

মূলত নেইমার বার্সা ছাড়ার পরই স্ট্রাইকার শূন্য হয়ে পড়েছে বার্সা। যেখানে গ্রিজম্যান থেকে শুরু করে লিভারপুলের ফিলিপ কুটিতহো ও জুভেন্টাসের পাওলো দিবালাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।