জানা যায় গ্রিজম্যানকে পাওয়ার জন্য বার্সার প্রতিনিধিরা অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলারের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে নাকি যোগাযোগ করেছিলেন। এ কথা জানার পরে ক্লাবটির পক্ষ থেকে ফিফায় চিঠি দিয়ে কাতালানদের নামে অভিযোগ করা হয়।
এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘অ্যাতলেটিকো মাদ্রিদের কাছ থেকে আমরা বার্সার বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি। ’
ইতিমধ্যেই ২০২২ পর্যন্ত অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তি করেছেন গ্রিজম্যান। ক্লাবের অভিযোগ, এই অবস্থায় গ্রিজম্যানের সঙ্গে যোগাযোগ করাটা রীতিমতো অবৈধ কাজ।
মূলত নেইমার বার্সা ছাড়ার পরই স্ট্রাইকার শূন্য হয়ে পড়েছে বার্সা। যেখানে গ্রিজম্যান থেকে শুরু করে লিভারপুলের ফিলিপ কুটিতহো ও জুভেন্টাসের পাওলো দিবালাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস