ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাসেনসিওর গোলে রিয়ালের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
অ্যাসেনসিওর গোলে রিয়ালের রক্ষা ছবি: সংগৃহীত

কোপা দের রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা হেরে গেলেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেগানেসের বিপক্ষে ম্যাচের শেষদিকে মার্কো অ্যাসেনসিওর একমাত্র গোলে ১-০ ব্যবধানের ফলাফল নিয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলে জিনেদিন জিদানের শিষ্যরা।

৮৯ মিনিটের মাথায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন প্রতিভাবান এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। মূল্যবান অ্যাওয়ে গোলে শেষ চারে এক পা দিয়ে রাখলো লস ব্লাঙ্কসরা।

আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি) সেমি নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায়।

বার্সার অপরাজেয় দৌড় থামে এসপানিওলের মাঠে। লিওনেল মেসির পেনাল্টি মিসের খেসারতই দেয় স্প্যানিশ জায়ান্টরা। নির্ধারিত সময়ের দুই মিনিট গোল হজম করে কাতালানরা। ১-০ ব্যবধানের জয়োল্লাসে মাতে স্বাগতিক শিবির।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ পর হারের স্বাদ পায় বার্সা। কোপা দেল রের তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে ন্যু ক্যাম্পে ‍ঘুরে দাঁড়ানোর মিশন। আগামী বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।