শনিবার (২০ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ইনডেক্স গ্রুপের সহযোগিতায় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।
খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে খেলতে থাকে। এসময় উভয় দলই একাধিক গোলে সুযোগ পেলেও ভালো ফিনিশারের অভাবে গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে স্বাগতিক মাগুরা জেলা দলের খেলোয়াড়রা গোল করতে মরিয়া হয়ে ওঠে। তারা একের পর এক আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয়। ইনজুরি টাইমে পেনাল্টি বক্সের মধ্যে মাগুরা জেলা দলের রয়েলকে ঝিনাইদহ দলের খেলোয়াড়রা বিধি বর্হিভূতভাবে বাধা দিলে মাগুরা পেনাল্টি লাভ করে। পরে পেনাল্টি থেকে মাগুরার পক্ষে বিদেশি খেলোয়াড় ওয়াটসন গোল করেন। মাগুরা জেলা দল ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলা শেষে জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অংশ নেয়া দু’টি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।
চ্যাম্পিয়ন মাগুরা জেলা দলের পক্ষে টিম ম্যানেজার রানা আমির ওসমান, কোচ আহম্মদ হোসেন ও অধিনায়ক অরুপ বৈদ্য পুরস্কার নেন।
ফাইনালে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান মাগুরা জেলা দলের রয়েল।
এসময় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/