ছবি:সংগৃহীত
বার্সেলোনা ক্লাবের ইতিহাসে সেরা মুহূর্তগুলোর সঙ্গী জাভিয়ার মাশ্চেরানো আর দলটির হয়ে থাকছেন না। দীর্ঘ প্রায় আট বছরের সম্পর্ক শেষ করে চীনে ফুটবল লিগের দল হেবেই চায়না ফরচুনে যোগ দিলেন রক্ষণ থেকে মধ্যমাঠের এই সৈনিক। এমনটি নিশ্চিত করেছে বার্সা।
এর আগে ২০১০ সালে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ক্যাম্প ন্যু’তে পাড়ি দেন বর্তমানে ৩৩ বছরের এই তারকা।
কাতালান ক্লাবটির ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, দানি আলভেস ও ফিলিপ কোকুর পর চতুর্থ সর্বোচ্চ ৩৩৪টি ম্যাচ খেলেছেন মাশ্চেরানো।
এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন চারটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন লিগসহ মোট ১৮টি শিরোপা।
আগামী বুধবার বার্সার হয়ে কোপা দেল রে’র শেষ ম্যাচে বিদায়ী ম্যাচ খেলবেন মাশ্চেরানো। এর আগে বুধবার এক অনুষ্ঠানে তাকে বিদায় জানাবে বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।