লুইস সুয়ারেজের কথায় সেটিই ফুটে উঠেছে। সবশেষ লিগ ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে সুয়ারেজ ও লিওনেল মেসির গোলে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
কুতিনহোর পারফরম্যান্স নিয়ে সুয়ারেজের ব্যাখ্যা, ‘লিগ ম্যাচে ন্যু ক্যাম্পে অভিষেক কঠিন। কুতিনহোর খেলা খুব ভালো ছিল। সে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং তার পারফরম্যান্স নিয়ে টিম খুশি। ’
বার্সায় এসে স্বপ্নপূরণ হলেও কুতিনহোর অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হয় উরুর ইনজুরির কারণে। গত ৬ জানুয়ারি বহুল প্রতিক্ষীত দলবদল চূড়ান্ত হয়। ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সার ক্লাব ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের আসনে বসেন ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
চারদিন আগে এসপানিওলের বিপক্ষে ২-০ গোলে জেতা কোপা দেল রের ফিরতি পর্বের ম্যাচে ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কুতিনহো। গোল করেন মেসি-সুয়ারেজ। দুই লেগ মিলিয়ে ২-১ অ্যাগ্রিগেটে সেমিতে পা রাখে বার্সা। উরুগুইয়ান স্ট্রাইকার সহজ সুযোগ মিস না করলে অভিষেকেই অ্যাসিস্টে নাম লেখাতে পারতেন।
এখনো অ্যাওয়ে ম্যাচ খেলা হয়নি কুতিনহোর। লা লিগায় আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) এসপানিওলের মাঠে নামবে ভালভার্ডের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। তার আগে ন্যু ক্যাম্পে কোপা দেল রের সেমির প্রথম লেগ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় ম্যাচটি শুরু হবে। পরের বুধবার একই সময়ে ফাইনাল নিশ্চিতের লড়াই।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম