প্যারিসে ফিরতি পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-২ অ্যাগ্রিগেট।
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণই করেছে উনাই এমেরির শিষ্যরা। পায়ের ইনজুরির সার্জারির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তার অনুপস্থিতিতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ কাভানি-এমবাপ্পে-ডি মারিয়ারা।
৬৬ মিনিটে মার্কো ভেরাত্তির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় স্বাগতিক শিবির। তখন ১-০ গোলে এগিয়ে ভিজিটররা। ৫১ মিনিটে দুর্দান্ত হেডে লিড এনে দেন রোনালদো।
বদলি হিসেবে নামা হাভিয়ের পাস্তোরের জোরালো নিচু হেড রিয়ালের খেলোয়াড়ের পায়ে লেগে ফিরে এলেও এডিনসন কাভানির পায়ে লেগে জালে জড়ায়। ৭১ মিনিটে সমতায় ফেরে পিএসজি। এর ৯ মিনিট বাদে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল উদযাপনে মাতেন ক্যাসেমিরো।
২-০ গোলে জিততে পারলে অ্যাওয়ে গোলের সুবাদে জিনেদিন জিদানের রিয়ালকে হতাশায় ডোবাতে পারতো পিএসজি। কিন্তু কোনো সুযোগই দেয়নি গ্যালাকটিকোরা। প্যারিসে গিয়েও দাপুটে ফুটবল খেলে স্প্যানিশ পরাশক্তিরা পৌঁছে গেছে শেষ আটে।
এদিকে, অ্যানফিল্ডে লিভারপুল-পোর্তো ম্যাচটি গোলশূন্য সমতায় নিষ্পত্তি হয়। পর্তুগিজ ক্লাবটির মাঠে প্রথম লেগে অল রেডসদের ৫-০ গোলের দাপুটে জয় ফলাফল নির্ধারক হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৭ মার্চ, ২০১৮
এমআরএম