চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো, ইস্কো ও মার্সেলোসহ নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বাদ দিয়ে এদিন দল সাজান কোচ জিনেদিন জিদান।
ম্যাচের ৮ মিনিটে গ্যারেথ বেলের পায়ের ছোঁয়ায় প্রত্যাশিত গোলের দেখা পায় মাদ্রিদ।
উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে লেগানেসের একজন খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বল পেয়ে যান অরক্ষিত রিয়ালের মাঝমাঠের খেলোয়াড় মায়োরাল। খুব কাছ থেকে জালে বল পাঠানোর সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি তার।
ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান কমায় লেগানেস। আমরাবাতের ক্রস থেকে গোল করেন ডারকো ব্রাসানাক।
বাকি সময়ে কোনো দলই আর গোল করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে জয় পায় মাদ্রিদ। তবে রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজালে তার সিদ্ধান্তের বিরোধিতা করে সরাসরি লালকার্ড দেখেন অতিথিদের অধিনায়ক গ্যাব্রিয়েল।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
এমজেএফ