এবারের চ্যাম্পিয়নস লিগে যেন অন্য এক লিভারপুলকে দেখা যাচ্ছে। প্রতিপক্ষের দিকে তেড়েফুঁড়ে যাওয়া দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে গোলের বন্যা বসিয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা।
সেমির সেই ম্যাচের দুই গোল নিয়ে এবারের আসরে এই পর্যন্ত ১৪ ম্যাচে ৪৬টি গোল করেছে সালাহ-ফিরমিনোদের দল। আর এই রেকর্ড গড়তে দলটি পেছনে ফেলেছে কাতালান দল বার্সাকে। ১৯৯৯-২০০০ মৌসুমে ১৬ ম্যাচে ৪৫ গোল করে রেকর্ড গড়েছিল দলটি।
এদিকে দলীয় রেকর্ডের মতো ব্যক্তিগত ও জোটগত সাফল্যও ধরা দিয়েছে সালাহদের হাতে। লিভারপুলের তিন ত্রয়ী তথা সালাহ-মানে-ফিরমিনো মিলে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন।
২০১৩-১৪ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল ২৮ গোল করে রেকর্ড গড়েছিলেন। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে নিজের অভিষেক আসরেই ১০ ম্যাচে ৯ গোল করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন সেনেগালের উইঙ্গার সাদিও মানে। এই রেকর্ড গড়ার পথে মানে পেছনে ফেলেছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেন এবং ইতালিয়ানসিমোনে ইনজাগিকে। নিজের অভিষেক আসরে টটেনহামের হ্যারি কেন ও ১৯৯৯-২০০০ সালের আসরে লাজিও’র ইনজাগি ১০ ম্যাচ খেলে ৮গোল করে রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ০৩ মে, ২০১৮
এমএইচ/এমএমএস