ছবি: সংগৃহীত
নাটকীয় এক ড্রয়ের মধ্যদিয়ে শেষ হলো মৌসুমের শেষ এল ক্লাসিকো। ২-২ গোলে সমতার ম্যাচে একটি গোল করে যেখানে ভিন্নরকম রেকর্ডের মালিক বনে গেলেন লিওনেল মেসি। লা লিগার ক্লাসিকোতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিন লুইস সুয়ারেজের গোলে লিড নেয় বার্সেলোনা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতা পায় রিয়াল মাদ্রিদ।
সেখান থেকে দলকে ফের লিড পাইয়ে দেন মেসি। আর দ্বিতীয়ার্ধের এই গোলেই রেকর্ড গড়েন মেসি। শেষ পর্যন্ত অবশ্য রিয়ালকে সমতায় ফেরান গ্যারেথ বেল।
এ নিয়ে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে লিগের ক্লাসিকো ম্যাচে ৭টি গোল করলেন মেসি। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী পেছনে ফেললেন ১৯৫৩-৭১ পর্যন্ত রিয়ালে খেলে ক্যাম্প ন্যু’য়ে লা লিগার ক্লাসিকোয় ছয় গোল করা ফ্রান্সিসকো জেন্তোকে।
এদিকে এল ক্লাসিকোতে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ২৬তম গোল পেলেন। এছাড়া চলমান মৌসুমে লিগে এটা তার ৩৩তম গোল।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০৭ মে, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।