ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে বসেই পিএসজির ত্রিমুকুট জয় দেখলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, মে ৯, ২০১৮
মাঠে বসেই পিএসজির ত্রিমুকুট জয় দেখলেন নেইমার ডগআউটে বসে পিএসজির খেলা উপভোগ করছেন নেইমার। ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নিজের ক্লাব পিএসজিতে অবস্থান করছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। চলতি মৌসুমে আর মাঠে না নামতে পারলেও ডাগআউটে বসে মৌসুমে দলের তৃতীয় শিরোপা জয় উপভোগ করলেন তিনি। কাভানি ও সেলসোর গোলে ২-০ ব্যবধানে লেস হারবিয়েরসেকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা জিতেছে পিএসজি।

তৃতীয় সারির দল লেস হারবিয়েরসেকে যে সহজেই হারাবে পিএসজি তা অনুমিতই ছিল। হয়েছেও তাই।

প্যারিসে অবস্থিত ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফরাসি কাপের ফাইনালে মুখোমুখি হয়ে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৬ মিনিট পর্যন্ত। ইতালিয়ান মিডফিল্ডার থিয়েগো মোত্তার ক্রস থেকে প্রথম গোল করেন লো সেলসো। সেলসো আর এমবাপ্পে এর আগে দুইটি সহজ সুযোগ নষ্ট করেন।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় পিএসজি। ম্যাচের ৭৪ মিনিটে লেস হারবিয়েরসের ডি বক্সে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করেন উরুগুয়ের তারকা ফুটবলার এডিনসন কাভানি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের ব্যবধানে জয় পায় পিএসজি। এই জয়ে চলতি মৌসুমে তৃতীয় শিরোপা জয় নিশ্চিত করলো এমেরির শিষ্যরা।

ফরাসি কাপের টানা চতুর্থ  ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। দলের সেরা তারকা নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও চলতি মৌসুমে তিন শিরোপা ঘরে তুলেছে বিদায়ী কোচ উনাই এমেরির শিষ্যরা। ম্যাচে না থাকলেও ডাগআউটে বসে খেলা উপভোগ করেন নেইমার। তবে খেলা শেষে গার্ড অব অনার পাওয়ার মুহূর্তে দলকে সঙ্গ দেন এই ব্রাজিলীয় সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এমএইচএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।