ন্যু ক্যাম্পে বুধবার রাতে ভিলারিয়ালের বিপক্ষে একটি গোল করে গোল্ডেন শু জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন মেসি।
ভিলারিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে এক গোল করে চলতি মৌসুমে স্প্যানিশ লিগে মোট ৩৪ গোল হলো বার্সা তারকার।
ইউরোপীয় গোল্ডেন শু জয়ের তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বি লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহর গোল ৩১টি। প্রিমিয়ার লিগে আর মাত্র এক ম্যাচ খেলার সুযোগ আছে সালাহর। অন্যদিকে মেসির হাতে আছে আরও ২ ম্যাচ।
তালিকায় তৃতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির গোলসংখ্যা ২৯। তার হাতেও আছে মাত্র ১ ম্যাচ। সমান গোল নিয়ে চার নম্বরে আছেন লাৎসিও তারকা চিরো ইমোবিল। তবে তার হাতে আছে আরও দুই ম্যাচ।
তালিকার পঞ্চম স্থানে আছেন ইন্টার মিলানের তারকা মাউরো ইকার্দি (২৮)। তার সমান (২৮) গোল নিয়ে ষষ্ঠ স্থানে আছেন পিএসজির এডিনসন কাভানি। দুইজনের হাতেই আছে ২ ম্যাচ করেই। তবে তাদের কারও পক্ষে মেসিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ নেই বললেই চলে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমএইচএম/এমজেএফ