বৃহস্পতিবার (১০ মে) ওয়েস্টহ্যামকে গোল করতে না দিয়ে প্রথমবার ইংলিশ ফুটবলের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভ নিশ্চিত করলেন দে গেয়া। সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার কীর্তিতে গোলরক্ষককে এ পুরস্কার দেওয়া হয়।
ম্যানচেস্টার সিটির এডারসন আছেন দুই নম্বরে। ব্রাইটনের বিপক্ষে আগের দিনের ম্যাচে ৩-১ গোলের জয়ে একাদশের বাইরে থাকায় তার ‘ক্লিন শিট’ বর্তমানে ১৬। আরও এক ম্যাচ হাতে আছে তার দলের, কিন্তু ওই ম্যাচে গোল না খেলেও পারবেন না দে গেয়াকে ধরতে।
২০০৪-০৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ৬ জন গোলরক্ষক এ পুরস্কার অর্জন করেছেন। ম্যানসিটির হয়ে জো হার্ট এবং পিওতর চেখ চেলসি ও আর্সেনালের জার্সিতে চারবার করে এই পুরস্কার পেয়ে সবার উপরে আছেন। লিভারপুলের সাবেক গোলরক্ষক পেপে রেইনার হাতে এটি উঠেছে তিনবার।
এছাড়া থাইবত কোর্তোয়া, উজচেইখ শেসনি ও এডউইন ফনডার সার একবার করে জিতেছেন এই পুরস্কার। ২০০৯ সালে সর্বশেষ ফন ডার সার গোল্ডেন গ্লোভ জয় করার পর এবার আবার কোনও ম্যানইউ গোলরক্ষক এটি পেলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ১১, ২০১৮
এমকেএম/এসএইচ