ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সৌদির সঙ্গে নতুন ফুটবল জোটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মে ১২, ২০১৮
সৌদির সঙ্গে নতুন ফুটবল জোটে বাংলাদেশ ছবি: সংগৃহীত

সৌদি আরবের নেতৃত্বে গঠিত হয়েছে দক্ষিণ-পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন। নতুন এই ফুটবল জোটে খেলবে দশটি দেশ। যেখানে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে সুযোগ হয়েছে বাংলাদেশেরও। এশিয়ান ফুটবল সংস্থার সিনিয়র পরামর্শক ভারতের সাজি প্রভাকরণ টুইট করে এমনটি নিশ্চিত করেছেন।

গত ১০ মে গঠিত হওয়া নতুন এই ফেডারেশনের নাম ‘সোয়াফ’ (SWAFF)।

এই ফুটবল ফেডারেশনে ৫টি করে দেশ খেলবে দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়া থেকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এই কারণে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

সভাপতি হিসেবে এই ফেডারেশনের দায়িত্ব নিয়েছেন সৌদি আরবের তুর্কি বিন আব্দুল মোহসেন আল শেখ। যেখানে এই সংস্থার সদর দপ্তরও সৌদির জেদ্দায়।

এই ফেডারেশনে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়াও আছে ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর পশ্চিম এশিয়া থেকে সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, কুয়েত ও আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ১২ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।