ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কান উৎসবেও রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
কান উৎসবেও রোনালদো! ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো নামটি ফুটবল বিশ্বে একটি নক্ষত্রের মতো। কিন্তু সেই নাম এবার আলোচনায় চলে আসলো চলচ্চিত্রের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কানে।

২০১৮ সালের কানে উপস্থিত আকর্ষণীয় রূপে উপস্থিত হয়েছিলেন রোনালদোর সাবেক প্রেমিকা ইরিনা শায়েক। তার ঝলমলে পোশাক উৎসবের রং কে আরও একটু বাড়িয়ে দিয়েছে যেনো।

তবে ইরিনা নন, কানের মঞ্চে রীতিমত হইচই ফেলে দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগীজ তারকা ফরোয়ার্ড ফুটবলার রোনালদো! তাও আবার এক কমেডি চলচ্চিত্র দিয়ে।

কি ভাবছেন, ফুটবল ছেড়ে বুঝি অভিনয়ে নাম লেখিয়ে ফেলেছেন এই তারকা ফুটবলার। আসলে এমন কিছু নয়! ‘দিয়ামানতিনো’ নামের একটি সিনেমাই এই আলোচনার মূলে। প্রথম দেখায় ‘দিয়ামানতিনো’ নামের চলচ্চিত্রের নায়ককে রোনালদো বলেই মনে হবে। অনেকের ধারণা শুধু দেখতেই নয়, চলচ্চিত্রের ওই নায়কের চরিত্রও অনেকটাই মিলে যায় রোনালদোর সঙ্গে।

সিনেমায় ওই চরিত্রের নাম, দিয়ামানতিনো মাতামুরোস। নাম ভূমিকায় অভিনয় করেছেন কারলাতো কত্তো। ছবিতে যিনি পর্তুগালের সুদর্শন এক তারকা ফুটবলার, গোলমেশিন বলে বিখ্যাত। রয়েছে নারী মহলে অন্যরকমের খ্যাতিও। সব মিলিয়ে কারলাতো কত্তোর ফুটিয়ে তোলা ওই চরিত্র দেখে যে কারো মাথায় রোনালদোই চলে আসবে।

চরিত্রের প্রয়োজনেই অভিনেতার শারীরিক বৈশিষ্ট্য ও চেহারার আদল রোনালদোর মতো প্রকাশ করা হয়েছে। এমনকি রোনালদো উঠতি বয়সের নিত্যসঙ্গী কানের দুলও আছে দিয়ামানতিনোর কানে। এই সিনেমা দেখলে যে কারোই বুঝতে সমস্যা হবে না, পরিচালক যুগল গ্যাব্রিয়েল অ্যাব্রান্তেস ও ড্যানিয়েল স্মিট রোনালদোর আদলেই সিনেমার মূল চরিত্রটা গড়েছেন।

চলচ্চিত্রটির অনেকটাই রোনালদোর বায়োপিকও বলা যায়। শুরতেই দেখানো হয়েছে বিশ্বকাপের ফাইনালে পর্তুগালের হয়ে পেনাল্টি মিস করেছেন দিয়ামানতিনো। সে রাতেই বাবার মৃত্যুর খবর পান। ক্যারিয়ারে নেমে আসে অন্ধকার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন করে জীবনকে সাজিয়ে তোলার মিশনে নামেন তিনি। একের পর এক বাঁধা হয়ে আসলেও ভেঙ্গে পড়েন না। ফ্যাসিবাদ, জিনগত পরিবর্তন, সমকামিতা, শরণার্থী সমস্যা, এমন সব বাঁধা পেরিয়ে এগিয়ে যেতে থাকে চলচ্চিত্রের কাহিনী।

এই চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে কানে চলে আসেন ফুটবল জগতে সিআর সেভেন খ্যাত রোনালদোও।

বাংলাদেশ সময়: ১২১৫, মে ১৩, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।