বিশ্বকাপ উপলক্ষে বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের কিছু মুহূর্ত।
১৯৩০ সালের আগে ফুটবলের সবচেয়ে বড় আসর বলতে অলিম্পিককেই জানা হতো।
দক্ষিণ আমেরিকার দলগুলো মধ্যে ছিল স্বাগতিক উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, বলিভিয়া, পেরু ও প্যারাগুয়ে। আর ইউরোপ থেকে এসেছিল ফ্রান্স, বেলজিয়াম, রোমানিয়া ও যুগোস্লাভিয়া। এছাড়া মধ্য আমেরিকার দেশ হিসেবে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
প্রথম বিশ্বকাপে ভেন্যু হিসেবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও’র ৩টি স্টেডিয়াম নির্ধারণ হয়। তবে ফাইনালসহ স্তাদিও সেন্টেনারিওতেই বেশিরভাগ ম্যাচ সম্পন্ন হয়। ১৩টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়। ফরম্যাটটি ছিল গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আর শেষ চারে জায়গা করে নেয় স্বাগতিক উরুগুয়ে, প্রতিবেশি দেশ আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও যুগোস্লাভিয়া।
প্রথম সেমিফাইনালে মার্কিনিদের ৬-১ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর শেষ চারের দ্বিতীয় ম্যাচে যুগোস্লাভিয়াকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় উরুগুয়ে।
ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে উরুগুয়ে।
আসরে সর্বোচ্চ ৮ গোল করার গৌরব অর্জন করেন আর্জেন্টিনার গিলের্মো স্তাবিল। এছাড়া আসরে মোট ১৮টি ম্যাচে ৭০টি গোল হয়েছিল। যেখানে ম্যাচ প্রতি গোল হয়েছিল গড়ে ৩.৮৯।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৫ মে, ২০১৮
এমএমএস