ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্রোয়েশিয়ার প্রাথমিক স্কোয়াডে মদ্রিচ-রাকিতিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
ক্রোয়েশিয়ার প্রাথমিক স্কোয়াডে মদ্রিচ-রাকিতিচ ক্রোয়েশিয়া দল

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের এবারের আসর বসছে রাশিয়ায়। আর মাত্র ৩০ দিন পর শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসর। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করছে অংশগ্রহণকারী সব দল। সেই তালিকায় যোগ দিলো ক্রোয়েশিয়া।

মঙ্গলবার (১৫ মে) বিশ্বকাপের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। দলে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, বার্সেলোনার রাকিতিচ, লিভারপুলের ডেজান লোভরেন, জুভেন্টাসের মারিও মানজুকিচ।

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ৩২ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: দানিয়েল সুবাসিচ, লভরে কালিনিচ, ডমিনিক লিভাকভিচ, কারলো লেতিকা।

রক্ষণভাগ: ভেদরান চারলুকা, ডমাগজ ভিদা, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, সিমে ভ্রাসালক, ইয়সিপ পিভারিচ, তিন ইয়েদভাজ, মাতে মিতরভিচ, বর্না বারিসিচ, জোরান নিজিক, দুয়ে সালেতা সার, বোর্না সসা।

মধ্যমভাগ: লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, মাতেও কোভাচিচ, মিলান বাদেলজ, মারসেলো ব্রজোভ ইচ, মার্কো রগ, মারিও পাসালিচ, ফিলিপ ব্রাদারিচ।

আক্রমণভাগ: মারিও মানজুকিচ, ইভান পেরেসিচ, নিকো কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মারকো জাকা, আনতে রেবিক, দুয়ে হোপ, ইভান সানতিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৫ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।