গ্যারেথ সাউথগেটের দলে আরও সুযোগ হয়নি জ্যাক উইলশেয়ার ও রায়ান বারট্রান্ডের। ইনজুরির কারণে বাদ পড়েছেন অ্যাডাম লালানা ও অ্যালেক্স অক্সালেড-চেম্বালেইন।
সাউথগেট তার আক্রমণভাগে হ্যারি কেনের সঙ্গে আস্থা রেখেছেন তরুণ স্ট্রাইকার মার্কাস র্যাশফোর্ড ও ড্যানি ওয়েলবেকের ওপর।
১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ আসরে ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘জি’তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থ্রি-লায়ন্সরা পাচ্ছে বেলজিয়াম, পানামা ও তিউনিশিয়াকে। ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংলিশরা।
ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ ও জ্যাক বাটল্যান্ড।
রক্ষণভাগ: কাইল ওয়াকার, কাইরন ট্রিপিয়ের, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, গ্যারি কাহিল, ড্যানি রোজ, জন স্টোনস, হ্যারি ম্যাগুইর, ফিল জোনস ও অ্যাশলে ইয়ং।
মধ্যমভাগ: এরিক ডায়ার, ফ্যাবিয়েন ডেলফ, জর্ডান হেন্ডারসন, ডেলে আলি, রুবেন লফটাস-চিক, রহিম স্টার্লিং ও জেসে লিংগার্ড।
আক্রমণভাগ: হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস র্যাশফোর্ড ও ড্যানি ওয়েলবেক।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ১৬ মে, ২০১৮
এমএমএস