রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে কোচ সান্তোসের ঘোষিত পর্তুগাল স্কোয়াডে ইউরোজয়ী দলের এডের ছাড়াও বাদ পড়েছেন একসময় দলের অপরিহার্য সদস্য সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার নানি, ইউরোর অন্যতম কারিগর আন্দ্রে গোমেজ, এলিসু, রুবেন নেভেস ও সানচেজ।
মূলত ইউরো জয়ের পর সেই আসরের মূল একাদশের সেরা ১০জন ফুটবলারের বলার মতো কোনো রেকর্ড নেই।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে পর্তুগালের সঙ্গী ইরান, মরক্কো এবং স্পেন। মরক্কোর বিপক্ষে ১৬ জুনের ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযাত্রা।
বিশ্বকাপে পর্তুগালের ২৩ জনের স্কোয়াড
গোলরক্ষক: অ্যান্থনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিও।
রক্ষণভাগ: ব্রুনো আলভেজ, সেড্রিক সোয়ারেস, জোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গেরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।
মধ্যমভাগ: আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কারভালহো।
আক্রমণভাগ: আন্দ্রে সিলভা, বার্নান্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, গেলসন মার্টিন্স, গন্সালো গেদেস, রিকার্ডো কারেসমা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এমএইচএম/এসএইচ