ইংলিশ প্রিমিয়ার লিগে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক বর্তমানে সালাহ। আগের রেকর্ড ভেঙে চলতি আসরে ৩২ গোল করেছেন তিনি।
নিজের যুক্তি দিতে ক্লপ পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ টেনে বলেন, ‘মো (মোহাম্মদ সালাহ) দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে। কিন্তু ক্রিস্টিয়ানো এমন ১৫টি মৌসুম কাটিয়েছে। সেরা হতে হলে মো’কেও এমন কিছুই করতে হবে। হিসেবে রোনালদোকে ছুঁতে আরও ১৫ বছর লাগবে ওর। ’
ফুটবল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে এরই মধ্যে ৪টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা এবং ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন রোনালদো। তাই রোনালদোকে ছুঁতে হলে সালাহকে কমপক্ষে ১৫ মৌসুম নিজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে মনে করেন ক্লপ।
তবে বিতর্ক সৃষ্টি বা কাউকে ছোট করা নয়, শুধুই উদাহরণ হিসেবে রোনালদোর নাম বলেছেন তিনি, সেটাও মনে করিয়ে দেন ক্লপ। বলেন, ‘কোনো বিতর্কের জন্ম দিতে বলিনি। বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার হলেন লিওনেল মেসি এবং রোনালদো। তাই তাদের মধ্যে কোনোরকম তুলনা না করে বরং মেসি-রোনালদোর জাদুকরী ফুটবল উপভোগ করুন। ’
বাংলাদেশ সময়: ১৫৪৭, মে ২০, ২০১৮
এমকেএম/এমএমএস