চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দল হিসেবে সবচেয়ে বেশি গোল করেছে লিভারপুল (৪০)। অন্যদিকে ইউরোপিয় আসরে ববাবরই ফেভারিটের আসনে অবস্থান করা রিয়াল এবারও শিরোপার দাবিদার।
ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগেই প্রতিপক্ষকে নিয়ে সমীহ প্রকাশ করে ‘অল রেড’ কোচ ক্লপ বললেন, ‘তারা (রিয়াল) টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, এবার আবারও তারা ফাইনালে!’
রিয়ালের শক্তিমত্তা নিয়ে ক্লপের মন্তব্য, ‘তারা (রিয়াল) পা থেকে মাথা পর্যন্ত অভিজ্ঞ। তাদের কোনো দুর্বলতা নেই। ’
তবে নিজের দলের সেরা খেলোয়াড়টির প্রশংসা করতেও ভুলেননি ক্লপ, ‘যদি মার্সেলো (ডিফেন্স থেকে) দৌড় শুরু করে, এবং আমরা যদি মোহাম্মদ সালাহ’কে সেই ফাঁকা স্থানে ছেঁড়ে দিই, সালাহ তাকে পরাস্ত করবে। ’
লিভারপুলের জার্মান কোচ মনে করেন, ফাইনালে রিয়ালকে পরাস্থ করতে হলে খুনে মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। তবে এটাও জানাতে ভুললেন না যে রিয়াল একবিন্দুও ছাড় দেবে না।
ক্লপ বলেন, ‘তারা (রিয়াল) টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে নামছে, গত পাঁচ বছরে চতুর্থবার। তাদের অভিজ্ঞতা তাদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে শিখিয়েছে। তাই আমরা যেমন তাদের বিপদের কারণ হবো, তারাও তাই করবে। ’
আগামী শনিবার (২৬ মে) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল। টানা তিনবার ইউরোপ সেরার মুকুট পড়ার অপেক্ষায় রিয়াল। আর ২০০৫ সালের পর আবারও শিরোপা থেকে এক পা দূরত্বে দাঁড়ানো লিভারপুল অপেক্ষায় আছে ক্লাবের শোকেসে নিজেদের ষষ্ঠ ইউরোপ সেরার মুকুট তুলে রাখার।
বাংলাদেশ সময়ঃ ১৩০৫ ঘণ্টা, ২৩ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস