ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের আগেই নতুন চুক্তিতে স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বিশ্বকাপের আগেই নতুন চুক্তিতে স্পেন কোচ হুলেন লোপেতেগুই-ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে এখনও ২২ দিন সময় বাকি। এই আসরে অন্যতম ফেভারিট স্পেন। আর দেশটির ফুটবল ম্যানেজমেন্ট তাদের কোচ হুলেন লোপেতেগুইর ওপর দারুণ আত্মবিশ্বাসী। তাইতো বিশ্বকাপের ফলাফল জানার আগেই তার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করা হল।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস ‍এ প্রসঙ্গে বলেন, ‘আমার হুলেনের সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে চলেছি। জাতীয় দলকে লিড করার ক্ষেত্রে তিনিই যোগ্য ব্যক্তি।

’ 

৫১ বছর বয়সী সাবেক গোলরক্ষকের কোচ হিসেবে রাশিয়া বিশ্বকাপই প্রথম কোনো বড় টুর্নামেন্ট। ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত হুলেনের সঙ্গে চুক্তি থাকছে স্পেনের।

এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’তে খারাপ ফলের পরেই স্পেনের দায়িত্বে আসেন লোপেতেগুই। সেবার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় স্পেন। তার আগে ভিসেন্ত দেল বস্কের কোচিংয়ে স্পেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু ২০১৪ বিশ্বকাপে হল্যান্ডের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় স্পেন। তারপরেই দেল বস্কের চাকরি যায়।  

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ বি’তে স্পেনের সঙ্গে আছে পর্তুগাল, ইরান, মরক্কো।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৩ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।