‘চোটে নড়ে যাওয়া কাঁধ আগের জায়গায় আসতে নুন্যতম ১২-১৬ সপ্তাহ লাগে। ’
অথচ মাত্র ১৮ দিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ।
ঘটনাটি বলি। ম্যাচের বয়স তখন ২৬ মিনিট। রিয়াল ও লিভারপুলের স্কোর লাইন তখন ০-০। মাঝমাঠ থেকে বল নিয়ে রিয়াল গোলবারের দিকে ছুটছিলেন সালাহ। তার পা থেকে বল নিতে সার্জিও রামোস তার ডান হাত ধরে একই সমান্তরালে ছুটলে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান এই নন্দিত লিভারপুল স্ট্রাইকার।
মাটিতে পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ কাতরানোর পর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। আর ম্যাচে ফেরা হয়নি তার।
শনিবার (২৬ মে) কিয়েভে সালাহর চোট পাওয়ার ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল লিভারপুল।
বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, ২৭ মে ২০১৮
এইচএল