ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহ বিশ্বকাপ খেলবেন, আশাবাদী মিশর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
সালাহ বিশ্বকাপ খেলবেন, আশাবাদী মিশর ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোটের কারণে মাঠ থেকে কেঁদে বের হন মোহাম্মদ সালাহ। তখনই সবাই ধারণা করেছিলেন মিশরীয় স্ট্রাইকারের হয়তো বিশ্বকাপটাই শেষ। এমন সুরে ইঙ্গিত দিয়েছিল খোদ মিশরীয় ফুটবল ফেডারেশনও।

তবে সংস্থাটি এখন তাদের আগের দাবি থেকে সরে এসেছে। জানায় প্রথমে যা সন্দেহ করেছিল, ইনজুরি আসলে ততটুকু গুরুতর নয়।

ফলে তাকে নিয়ে ‍রাশিয়া বিশ্বকাপে আশাবাদী তার দেশ।

শনিবার রাতে কিয়েভের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় লিভারপুলের সালাহরা। তবে ৩-১ ব্যবধানে অলরেডসদের হারার ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান সালাহ। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বাজে ট্যাকেল করে সালাহ’র কাঁধে আঘাত করেন।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ জানান, সালাহ’র ইনজুরিটি ‘সত্যিই গুরুতর’। তবে রাশিয়ায় তাকে যেতে হলে পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।

পরবর্তীতে লিভারপুলের অফিসিয়ালদের সঙ্গে মিশরীয় ফুটবলের চিকিৎসকের আলাপ হয়। যেখানে বলা হয়, এক্স-রে শেষে দেখা যায় লিগামেন্টে চিড় থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিশরের চিকিৎসক আবু এলা অবশ্য আশাবাদ ব্যক্ত করে জানান, সালাহ বিশ্বকাপে খেলবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৭ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।