পাশাপাশি দুয়ো দিচ্ছে রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোসকে। শুধু সমালোচনাতেই তাকে বিদ্ধ করছে না, সালাহ’র এক স্বদেশি উকিল ইতোমধ্যে ১ বিলিয়ন ইউরোর মামলাই ঠুকে দিয়েছেন এই স্প্যানিশ ফুটবলারের বিরুদ্ধে।
ঘটনাটি শনিবার রাতে কিয়েভে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। মুখোমুখি হয়েছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ৩০ মিনিটে রামোসের বাজে ট্যাকেলের শিকার হয়ে কাঁধে গুরুতর চোট পান সালাহ। মাঠ ছাড়েন। রিয়াল ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে।
এদিকে রামোস-সালাহ ইস্যুর পর কেউ বলছেন এটা খেলারই অংশ আবার কেউ বলছেন এটা ‘অনৈতিক’। এবার সেই দাবির পক্ষেই একটি অনলাইন পিটিশন চালু করেছেন মোহামেদ সালাহ আব্দেল হাকিম নামের একজন লিভারপুল সমর্থক। change.org petition নামের একটি ওয়েবসাইটে এই পিটিশন শুরু করা হয়েছে। ইতোমধ্যে এই পিটিশনে দুই লাখের বেশি মানুষ সমর্থন জানিয়েছেন।
সালাহ অবশ্য এ ঘটনার পর গতকাল এক টুইটের মাধ্যমে জানিয়েছেন রাশিয়া বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে তিনি আত্মবিশ্বাসী।
মিশরীয় টেলিভিশন চ্যানেল সাদ এল-বালাদে ওয়াহবা নামে সেই উকিল জানান, তিনি ফিফার কাছে রামোসের বিরুদ্ধে সালাহ’র শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ দেন।
ওয়াহবা বলেন, ‘রামোস ইচ্ছেকৃতভাবেই মো সালাহকে চোট দিয়েছে। তার এমন আচরণের জন্য তাকে শাস্তি পেতে হবে। আমি তার বিরুদ্ধে একটি মামলা ও ফিফার কাছে অভিযোগ করেছি। ’
তিনি আরও বলেন, ‘রামোস সালাহ ও মিশরীয় জনগনের শারীরিক ও মানসিক যে, ক্ষতি করেছে আমি এর জন্য ১ বিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ চাইবো। ’
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এমএমএস