বিশ্বকাপের ঠিক আগ দিয়ে জুনের ৯ তারিখে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের বিপক্ষে জেরুজালেমে এক প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির দল। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ইসরায়েলকে সবুজ সংকেত দিলেও সেখানে খেলতে মন সায় দিচ্ছে না দলের কোচ হোর্হে সাম্পাওলির।
হাইতির বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৪-০ গোলের জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা। সে ম্যাচ শেষেই জানিয়ে দেন ইসরায়েলে ম্যাচ খেলতে ইচ্ছুক নন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, আমি ম্যাচটি বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। বিশ্বকাপের আগে কম ভ্রমণ করতে চেয়েছিলাম আমরা।
তবে অনেকেই বলছেন সাম্পাওলি কৌশলী উত্তর দিলেও তিনি আদতে ইসরায়েলের পরিস্থিতির কারণেই সেখানে যেতে চান না। কিছুদিন আগে ফিলিস্তিনিরাও মেসিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল অধিকৃত জেরুজালেমে গিয়ে না খেলতে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমকেএম/এমজেএফ