চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল ডিফেন্ডার রামোসের আঘাতে কাঁধের ইনজুরি নিয়ে মাঠের বাইরে লিভারপুলের তারকা ফরোয়ার্ড সালাহ। তার সুস্থ হতে ২-৩ সপ্তাহ সময় লাগবে।
নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সালাহকে ছাড়াই মাঠে নেমে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। শক্তির বিচারে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া অনেক বেশি এগিয়ে। তাই তাদের বিপক্ষে সালাহকে ছাড়াই ফারাওদের ড্র ফলাফল হিসেবে মন্দ নয়।
মিশরীয়দের কাছে মোহাম্মদ সালাহ শুধু একজন তারকা ফুটবলার নন। বরং একজন স্বপ্নদ্রষ্টা। তার ইনজুরি তাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইতালির স্তাদিও অ্যাতলেটি আজ্জুরি ডি’ইতালিয়া স্টেডিয়ামে শুক্রবারের (১ জুন) প্রস্তুতিমূলক ম্যাচে গ্যালারিতে উপস্থিত মিশরীয় সমর্থকদের হাতে সালাহ’র ব্যানার, কার্ড দেখে মনে হবে যেনো খেলার চেয়ে তাদের অতি প্রিয় সালাহকে প্রচণ্ড মিস করার জন্যই এসেছে তারা, আসলে সালাহ’র প্রতি অকৃত্রিম ভালবাসার এই নজির অনন্য।
পুরো ম্যাচে রাজত্ব করেছে কলম্বিয়া। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি রদ্রিগেজ-ফ্যালকাওয়ের দল। একই অবস্থা মিশরেরও। ফারাওরা আসলে গোল করার চেয়ে গোল বাঁচাতেই ব্যস্ত ছিল বেশি। এমনিতেই রক্ষণাত্মক দল মিশর, তার ওপর আবার আক্রমণভাগের নেতা সালাহ অনুপস্থিত।
মিশরীয় অ্যাটাকিং মিডফিল্ডাররা বল নিয়ে কলম্বিয়ানদের ডি বক্সের আশেপাশে ঘুরেছেন কিন্তু যাকে বল দিলে লক্ষ্যভেদ হতে পারতো সেই সালাহ যে নেই তা এ ম্যাচে খুব ভালোভাবে অনুভব করেছেন সতীর্থরা। তুলনামূলক ভালো আক্রমণ শানিয়েছেন রদ্রিগেজরা। খেলার মাত্র ২ মিনিটেই গোল করার খুব কাছাকছি পৌঁছে গিয়েছিলেন ফ্যালকাও। ৩৬ মিনিটে রদ্রিগেজের ফ্রি কিক অল্পের জন্য গোলবার মিস করে।
৪৫ মিনিটে ফারাওদের জন্যও দারুণ এক সুযোগ আসে গোল করার। মিশরের উইঙ্গার রামাদানের দারুণ এক হেড আর্সেনালের কলম্বিয়ান গোলকিপার ডেভিড অসপিনা ঠেকিয়ে দেন।
বিশ্বকাপের আগে প্রস্তুতি খুব একটা খারাপ হয়নি মিশরের। কুয়েতের বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ১-১ গোলে ড্র করাকে যদিও ভালো বলার উপায় নেই। তবে কলম্বিয়ার বিপক্ষে ড্র দেশটির জন্য উৎসাহব্যঞ্জক ফল বৈকি। আগামী ৭ জুন বেলজিয়ামের বিপক্ষে শেষবারের মতো প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামবে মিশর।
১৯ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের মোকাবেলা করবে সালাহবিহীন মিশর।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘন্টা, জুন ২, ২০১৮/আপডেট: ১৪৪০ ঘণ্টা
এমএইচএম/এমজেএফ